শোনেন শোনেন গাজীপুরবাসী আমরা পুলিশ আমরা কইতাছি” ‘করোনাভাইরাস মোকাবিলায় করণীয় কী? তা জানেননি? শোনেন তবে আমরা কইতাছি, গাজীপুরবাসী আমরা পুলিশ, আমরা কইতাছি। বিদেশগনে আইনে পুলা ছুঁইবনা বাপ-মা। গাজীপুরবাসী আমরা পুলিশ আমরা কইতাছি। দেশে যারা আছেন, তাদের হলে সর্দি কাশি, কাপড়ে কি বাহুতে মুখ ঢেকে দেবেন হাঁচি।’ গানের এমন কথাগুলো সাজিয়ে তা রেকর্ডিং করে গুরুত্বপূর্ণ রাস্তায় ও আবাসিক এলাকায় এই গান ও সুরের তালে তালে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহাররের নেতৃত্বে পুলিশ সদস্যরা।
৬ এপ্রিল, সোমবার বিকালে কাপাসিয়া বাজার, বাস স্ট্যান্ড, সোনালী ব্যাংক ও প্রেসক্লাব মোড়, থানার মোড়, উপজেলা পরিষদ গেট, আদালত পাড়া ও আবাসিক এলাকায় করোনা মোকাবেলায় গণসচেতনতামূলক গান গেয়ে ও পরামর্শের মাধ্যমে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অনুরোধ জানান এসপি শামসুন্নাহার।
পুলিশের করোনা সংগীত পরিবেশনের সময় বাসাবাড়িতে অবস্থানরত সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তারা খুব উৎসাহবোধ করেন। গান শেষে পুলিশ সুপার শামসুন্নাহার সড়কে দাঁড়িয়ে মাইকে বাড়ির লোকজনের উদ্দেশ্যে সচেতনতামূলক কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ সাদিক সহ কাপাসিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ। এর আগে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ঢাকা - কাপাসিয়া-রানীগঞ্জ সড়কে অবস্থান করে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের গতিরোধ করে অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার আহবান জানানর্র্র্।